শাহরাস্তি উপজেলার চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নবনির্বাচিত দশ ইউনিয়নের বিজয় চেয়ারম্যান হয়েছেন। ২৬.১২.২০২১ সাল
দেশে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন
শাহরাস্তি উপজেলার চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নবনির্বাচিত দশ ইউনিয়নের বিজয় চেয়ারম্যান হয়েছেন। ২৬.১২.২০২১ সাল দেশে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন
শাহরাস্তি উপজেলায় বেসরকারি ফলাফল এ নির্বাচিত চেয়ারম্যান...........
★টামটা উত্তর ইউনিয়ন: ওমর ফারুক দর্জি- আনারস
★টামটা দক্ষিণ ইউনিয়ন: জহিরুল ইসলাম (মানিক)- চশমা।
★মেহের উত্তর ইউনিয়ন: জহিরুল ইসলাম -আনারস
★মেহের দক্ষিণ ইউনিয়ন: মোঃ রুহুল আমিন -নৌকা।
★রায়শ্রী উত্তর ইউনিয়ন: মোঃ মোশারেফ হোসেন (মুশু) -নৌকা
★রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন: ডাঃ আব্দুর রাজ্জাক -নৌকা।
★সুচীপাড়া উত্তর ইউনিয়ন: মোস্তফা কামাল মজুমদার -নৌকা
★সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন: মাহতাব উদ্দিন আহমেদ -নৌকা।
★চিতোষী পূর্ব ইউনিয়ন: আলাম বেলাল (আনারস)
★চিতোষী পশ্চিম ইউনিয়ন: মোঃ জোবায়েদ কবির (বাহাদুর)।-আনারস
No comments