আমি একজন বাংলাদেশী নাগরিক,গণতান্ত্রিক ভাবে আমি একটি রাজনৈতিক দলকে ভালোবাসি। এটা আমার অধিকার।"এটা আমার অধিকার।" হাজিগঞ্জ-শাহরাস্তি গণ মানুষের নেতা আল হাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের সালাম নিন।

Breaking News

শাহরাস্তি উপজেলার আয়তন

শাহরাস্তি উপজেলাঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব অংশের ৮টি ইউনিয়ন

নিয়ে হযরত শাহ্জালাল (রহঃ)-এর একজন বিশিষ্ট সাথী মহান আধ্যাত্মিক সাধক হযরত রাস্তি

শাহ (রঃ)-এর নামানুসারে ১৯৭৮ সালের ১৩ মার্চ শাহরাস্তি উপজেলা গঠিত হয়। সুলতান

শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে রাস্তি শাহ কুমিল্লা এবং নোয়াখালী এলাকায় ইসলাম প্রচারের

জন্যে এসে মেহার শ্রীপুরে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ড. এনামুল হকের মতে, ১৩৫১ সালে

মেহার অঞ্চলে এসেছিলেন আউলিয়া রাস্তি শাহ। শ্রীপুরেই বর্তমান কালীবাড়ির সন্নিকটে একটি

আস্তানা নির্মাণ করে সাথীদের নিয়ে ধর্ম প্রচার করেন রাস্তি শাহ। আর তার নামানুসারে

শাহরাস্তি নামকরণ করা হয়।

শাহরাস্তি থানা সৃষ্টি ১৯৭৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

শাহরাস্তি উপজেলার আয়তন ১৫৪.৩১ বর্গ কিলোমিটার। ০১টি পৌরসভা, ১০টি ইউনিয়ন এবং

১৭৫টি গ্রাম নিয়ে গঠিত শাহরাস্তি উপজেলা।




No comments