বি এন পি আবারো মাঠে ফিরতে চায়।ইঞ্জিনিয়ার মমিনুল হক
চাঁদপুর জেলা শাহরাস্তি-হাজীগঞ্জ(৫)আসনের ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতার সঙ্গে বি এন পি আবারো মাঠে ফিরতে চায়,সেই আন্দোলনের মাঠে,যে মাঠ তৈরী করছেন আমার প্রিয় অগ্রজ ভাইয়েরা। যারা অতিতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ঝাপিয়ে পড়েছিলেন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। পরিবার পরিজনের কথা চিন্তা না করে হায়েনার বিরুদ্ধে লড়াই করছেন কাধেঁ কাঁধ মিলিয়ে, মামলা- হামলায় নির্যাজিত হয়েও এক পা পিছু হটেনি, সেই সময়ে চাঁদপুর জেলায় আন্দোলনের অগ্রদূত হিসাবে দায়িত্ব পালন করছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই।
তাই অতিতের ন্যায় আমরা অগ্রজদের অনুজ হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে থাকতে চাই। গনতন্ত্র, মানুষের ভোটাধিকার ও এই রাষ্ট্রকে ফ্যাসিবাদীদের হাত থেকে মুক্ত করতে আরেকটি আন্দোলনের বিকপ্ল নেই। তাই অতিতের ন্যয় ভবিষ্যতের আন্দোলনকে আরো বেগবান করতে হলে আসন্ন জেলা বিএনপির সম্মেলনে ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইকে জেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসাবে দেখতে চাই।
No comments