শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন 2021.18.10
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন নাহারা বিএনপি নেতা মনিরুল ইসলাম এর বাড়িতে 18ই অক্টোবর বিকাল 4:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুগ্ন আহবায়ক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার এর পরিচালনায় উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন আহবায়ক অধ্যাপক মোজাহের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি আয়াত আলী ভূঁইয়া।
উক্ত কাউন্সিলে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক মোজাহের হোসেন সভাপতি হিসেবে নির্বাচিত হন। সেক্রেটারি পদে ২ জন প্রতিদ্বন্দ্বী হয়ে, ইউনিয়ন যুগ্ন আহবায়ক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার নির্বাচিত হয়।
সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে শফিকুল আলম শফি নির্বাচিত হন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক যথাক্রমে চেয়ারম্যান হাবিবুর রহমান, শাহ মোহাম্মদ আলী, সেলিম পাটওয়ারী লিটন, আলী আজগর বেপারী, ইউপি চেয়ারম্যান বাহাদুর। শাহারাস্তি পৌর বিএনপি’র আহবায়ক আবুল কালাম, শাহরাস্তি পৌর যুবদলের আহবায়ক এতেশামুল হক গনি, উপজেলা যুবদলের সহ সম্পাদক মাহবুবুল আলম, বিএনপি নেতা হাবিবুর রহমান নূর, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাইয়ুম রিপন, যুগ্ন-আহবায়ক গোলাম কিবরিয়া, সুচিপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদল আহবায়ক আজগর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম বাবুল,সোলাইমান, হেমায়েতুল ইসলাম সুমন, আব্দুল কাদের পাটওয়ারী, যুবদল নেতা লিটন হোসেন, আলমগীর হোসেন, মিজানুর রহমান সহ সকল ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No comments